Adsterra

অস্কার পেল ইসরায়েল-ফিলিস্তিনি চলচ্চিত্র ‘নো আদার ল্যান্ড’

অস্কার পেল ইসরায়েল-ফিলিস্তিনি চলচ্চিত্র নো আদার ল্যান্ড, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglad

ইসরায়েলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’অস্কার পেয়েছে। সোমবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে । 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার প্রদান চলছে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা।  এতে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।


তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরেছেন।


অস্কার ‘নো আদার ল্যান্ড’র জন্য সর্বশেষ হাই-প্রোফাইল সম্মান।  তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।  

পুরস্কার গ্রহণ করে আদ্রা বলেন, নো আদার ল্যান্ড সেই কঠিন বাস্তবতাকে প্রতিফলিত করে যা ফিলিস্তিনিরা কয়েক দশক ধরে সহ্য করে আসছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

তিনি আরও বলেন, প্রায় দুই মাস আগে, আমি একজন বাবা হয়েছি, এবং আমার মেয়ের কাছে আমার আশা যে আমি এখন যে জীবন যাপন করছি তাকে একই জীবনযাপন করতে হবে না, সবসময় বসতি স্থাপনকারী, সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে ভয়ে থাকি যা আমার সম্প্রদায় ইসরায়েলি দখলদারিত্বের অধীনে প্রতিদিন বাস করছে এবং স্বাদ গ্রহণ করছে"।


অবিচার বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধন বন্ধ করতে গুরুতর পদক্ষেপ নিতে বিশ্বকে আহ্বান জানান তিনি।

No comments

Powered by Blogger.