ফুড পয়জনিং নিরাময়ের ঘরোয়া ৬ উপায়
বমিভাব বা বমি
পেটে ব্যথা বা ক্র্যাম্প
পাতলা পায়খানা
জ্বর
পানি ও ইলেক্ট্রোলাইট ড্রিংক পান করুন – প্রচুর পানি, ওরস্যালাইন ও ডাবের পানি পান করুন।
সহজপাচ্য খাবার খান – পেট স্বাভাবিক হলে ভাত, টোস্ট ও কলা খাওয়া যেতে পারে।
মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন – চর্বিযুক্ত খাবার, দুধ, ক্যাফেইন ও অ্যালকোহল পরিহার করুন।
পর্যাপ্ত বিশ্রাম নিন – শরীরের সুস্থতার জন্য কায়িক পরিশ্রম এড়িয়ে চলুন।
অতিরিক্ত পানিশূন্যতার লক্ষণ যেমন মুখ শুকিয়ে যাওয়া ও তীব্র পিপাসা দেখা দিলে
প্রস্রাব কমে যাওয়া বা গাঢ় রঙের প্রস্রাব হলে
হৃদস্পন্দন দ্রুত হলে বা রক্তচাপ কমে গেলে
মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করলে
বমি বা মলের সঙ্গে রক্ত আসলে
তিন দিনের বেশি পাতলা পায়খানা চললে
প্রাথমিক সতর্কতা অনুসরণ করলে সাধারণ ফুড পয়জনিং দ্রুত সেরে যায়, তবে উপসর্গ গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
No comments