আজ নতুন বন্ধু বানানোর দিন
আপনি কোন পরিবারে জন্ম নেবেন বা কাকে আপনি বাবা-মা হিসেবে ডাকবেন, তা বাছাই করার ক্ষমতা আপনার থাকে না। কিন্তু কাকে আপনি আপনার কাছের মানুষ হিসেবে বেছে নেবেন, তা বাছাই করার অধিকার সবারই আছে। রক্তের সম্পর্ক না হয়েও যে সম্পর্কগুলো সব থেকে কাছের হয়, সেগুলোই হলো বন্ধুত্বের সম্পর্ক।
বন্ধুত্ব সম্পর্কটা অন্য যেকোনো সম্পর্কের চাইতে বেশি দামি এবং মধুর। এমনকি প্রতিটা সম্পর্কের মূলেই রয়েছে বন্ধুত্ব। এই বন্ধুত্বের সম্পর্কগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় ও মজবুত হয়ে ওঠে।
এই বহমান জীবনে একজন নতুন বন্ধু যুক্ত হওয়া মানে আনন্দ-বেদনার একটি নবদিগন্ত উন্মোচিত হওয়া। তবে ভুল বন্ধুত্ব কারও গোটা জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এ জন্য অনেকেই নতুন বন্ধু তৈরিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। একসঙ্গে অনেক দিন হাঁটাচলা, বহুমুখী যাচাই-বাছাইয়ের পরই তারা নতুন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করে থাকেন।
বন্ধু হলো জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধু বানানো যায়। তবে একসঙ্গে ঘুরলেই বা খাওয়া-দাওয়া, মজা করলেই তথাকথিত বন্ধু হওয়া যায় কিন্তু সত্যিকারের বন্ধু হওয়া যায় না। সত্যিকারের বন্ধু হতে গেলে এর পাশাপাশি অনেক বিষয়কে গুরুত্ব দিতে হয়। একজন সত্যিকারের বন্ধু সবসময় আপনাকে মানসিক সার্পোট দিবে। আপনার যেকোনো পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে।
No comments