Adsterra

খালিদ চলে যাওয়ার এক বছর

খালিদ চলে যাওয়ার এক বছর, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৮ মার্চ)। গত বছর এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পা মারা যান তিনি।

খালিদের জন্ম গোপালগঞ্জে, ১৯৬৫ সালের ১ আগস্ট। ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন তিনি। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। তার প্রথম অ্যালবামের নাম ‘চাইম’। তাতে গান ছিল ‘নাতিখাতি বেলা গেল’, ‘তুমি জানো না রে প্রিয়’, ‘কীর্তনখোলা নদীতে আমার’, ‘এক ঘরেতে বসত কইরা’, ‘ওই চোখ’, ‘সাতখানি মন বেজেছি আমরা’, ‘আমার জন্য রেখো একটা গান’সহ দুটি ইংরেজি গান। সেই অ্যালবামের ‘নাতিখাতি বেলা গেল’ গানটি ছিল যশোরের কবি হাফিজুর রহমানের লেখা। সুর সংগ্রহ করা হয়েছিল অন্য জায়গা থেকে। সে সময় গানটি তুমুল জনপ্রিয়তা পায়; আর খালিদ হয়ে ওঠেন তরুণ প্রাণের ক্রেজ।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

খালিদ এক পর্যায়ে গান থেকে যেন দূরে সরে যান। বেছে নেন প্রবাস জীবন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। তার এক ছেলে সেখানে পড়াশোনা করেন।

খালিদ মাঝেমধ্যে দেশে এলেও একাই থাকতেন। নিজের গণ্ডির বাইরে খুব একটা বের হতেন না। কিছুদিন থাকতেন, ফের উড়াল দিতেন প্রবাসে।

No comments

Powered by Blogger.