Adsterra

ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু কারাগারে

 

ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু কারাগারে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangl

ঢাকার লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণীর ধূমপানে বাধাদান ও তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার রিংকুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার তাকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাসুমা রহমানের আদালত রিংকুর জামিনের আবেদন নাকচ কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ মার্চ ঢাকার লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি জানান, যা নিয়ে বাকবিত-া শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও ঘটনাটির ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে গত ১০ মার্চ পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করে।

No comments

Powered by Blogger.