Adsterra

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কি না, স্পষ্ট করল ভারত

 

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে কি না, স্পষ্ট করল ভারত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

থাইল্যান্ডে সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না। নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে ভারত। সেখানে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়নি।

আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে। এতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানানো হয়েছে। তবে সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি।

সূচিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি তার থাইল্যান্ডের প্রতিপক্ষ পায়োংটার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে ৩-৪ এপ্রিল ব্যাংকক সফর করবেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

থাইল্যান্ড সফর শেষ করার পর মোদি শ্রীলঙ্কাও যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হিন্দুস্তান টাইম জানিয়েছে, বিবৃতিতে আগামী সপ্তাহে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থা পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েনের মধ্যে ঢাকা একটি বৈঠকের অনুরোধ করেছিল।

No comments

Powered by Blogger.