Adsterra

মসজিদে নববীর ছাতা : মুসল্লিদের সুরক্ষা ও আরামের প্রতীক

মসজিদে নববীর ছাতা,  মুসল্লিদের সুরক্ষা ও আরামের প্ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণে জিয়ারতকারীদের সুরক্ষা ও আরামের জন্য বিশেষভাবে ডিজাইন করা ২৫০টি বিশাল স্বয়ংক্রিয় ছাতা স্থাপন করা হয়েছে। তীব্র গরম ও বৃষ্টিপাত থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এগুলো মসজিদের সৌন্দর্য ও জাঁকজমকও বৃদ্ধি করছে।

আল-ওতানের প্রতিবেদনে জানা যায়, উন্নত প্রযুক্তিতে নির্মিত এসব মোবাইল ছাতা বাতাস, আগুন ও বৃষ্টির বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। উচ্চমানের উপকরণ ও বালির মতো রঙের ব্যবহারে ছাতাগুলো নকশায় অনন্য। আলো প্রবাহিত হওয়ার উপযোগী এই নকশা প্রাঙ্গণে স্বচ্ছন্দ পরিবেশ বজায় রাখে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

প্রতিটি ছাতার দৈর্ঘ্য-প্রস্থ ২৫.৫ মিটার, উচ্চতা ২২ মিটার এবং ওজন ৪০ টন। এগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে সামঞ্জস্য রেখে খোলে ও বন্ধ হয়। মসজিদ কর্তৃপক্ষ এর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বিশেষ অপারেশন রুম স্থাপন করেছে, যা সার্বক্ষণিক নজরদারির দায়িত্ব পালন করে।

এই উন্নত প্রযুক্তির ছাতাগুলো জিয়ারতকারীদের জন্য আরামদায়ক ও প্রশান্তিময় পরিবেশ নিশ্চিত করছে, যাতে তারা নির্বিঘ্নে ইবাদত ও জিয়ারত সম্পন্ন করতে পারেন।

No comments

Powered by Blogger.