১৮৬২ কোটি টাকার সম্পত্তি কী ভাবে ভাগ করবেন আমির, কী কী রয়েছে ?
আমির খান হলেন বলিউডের একজন অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। তিনি অভিনয় এবং সিনেমার চয়েসের জন্য ব্যাপকভাবে প্রশংসিত এবং পরিচিত। আমির খানকে ‘পারফেকশনিস্ট’ বলা হয়, কারণ তিনি প্রতিটি সিনেমায় অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করেন এবং দর্শকদের জন্য নতুন ও বৈচিত্র্যময় সিনেমা উপহার দেন। তিনি দুটি বিয়ে করেছেন। তাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গেছে। তবে তাদের বিষয়ে তিনি সচেতেন।
দুই সাবেক স্ত্রী, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সুসম্পর্ক আমিরের। কিরণের সঙ্গে ২০২১-এ বিচ্ছেদের পরে আমিরের নাম জড়িয়েছিল ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে ফাতিমা নয়, গত এক বছর ধরে বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। প্রথম দুই স্ত্রীর সঙ্গে সন্তানও রয়েছে আমিরের। তাই ভবিষ্যতে ১৮৬২ কোটি টাকার সম্পত্তি কী ভাবে ভাগ করবেন, তা সময়ই বলতে পারবে।
এ বিপুল পরিমাণ সম্পত্তির মধ্যে কী কী রয়েছে দেখে নেওয়া যাক—
১. ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলস অঞ্চলে আমিরের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এই অঞ্চলেই রয়েছে বেশ কিছু বিলাসবহুল বাড়ি। বাড়িটির দাম ৭৫ কোটি টাকা।
২. আমিরের সম্পত্তির মধ্যে অন্যতম হল তার বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি। পাঁচ হাজার বর্গফুটের এ দোতলা বাড়ি থেকে আরব সাগরের তীর দেখা যায়। বাড়ির একটি তলে আমির অফিস তৈরি করেছেন। সেখানে প্রযোজনা সংস্থার কাজও হয়। এ বাড়িটির মূল্য ৬০ কোটি। এই বাড়ির জন্যই মুম্বাইয়ের অন্যতম ধনী তারকা আমির।
৩. আমির নাকি পাহাড়প্রেমী। তাই মহারাষ্ট্রের পঞ্চগনি অঞ্চলে একটি বাড়ি কিনেছেন। শহরের যানজট ও ব্যস্ততা থেকে ছুটি পেতে এ বাড়িতে গিয়ে সময় কাটান তিনি। এ অঞ্চলে ২ একর জমিতে একটি বাগানবাড়ি রয়েছে আমিরের। পরিবারকে নিয়ে প্রায়ই এ বাড়িতে ছুটে যান তিনি। এ বাড়ি সাত কোটি টাকা দিয়ে কিনেছিলেন তিনি।
৪. বিলাসবহুল গাড়ির শখও রয়েছে আমিরের। তারকার গাড়ির সংগ্রহের মধ্যে অন্যতম মার্সিডিজ়-বেঞ্জ এস৬০০। এ গাড়ির দাম ১০.৫০ কোটি টাকা।
৫. আমিরের গাড়ির সংগ্রহে আরও একটি দামি গাড়ি হল রোলস-রয়েস ঘোস্ট। এ গাড়ির সৌন্দর্যে মুগ্ধ চারচাকা-প্রেমীরা। বাজারে এ গাড়ির মূল্য ৬.৯৫ কোটি থেকে ৭.৯৫ কোটি টাকার মধ্যে।
No comments