চাকরির ওপর নির্ভর না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
চাকরির ওপর নির্ভর না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, নতুন বাংলাদেশের যে দায়িত্ব গ্রহণ করেছি, সেখান থেকে দারিদ্রতা দূর করা অগ্রাধিকার পাবে। দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয়।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসচীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা। তিনিসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টার আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে।
No comments