জাতীয় দলে যত নম্বর জার্সি পরে খেলবেন হামজা
আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগেই আলোচনায় হামজার জার্সি নাম্বার।
জানা গেছে, হামজা আট নম্বর জার্সি পরে মাঠে নামবে এই তারকা ফুটবলার। তবে ক্লাবে ৩৮ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় তাকে। বর্তমান তিনি সিলেট নিজ গ্রামে অবস্থান করছেন। আগামীকাল ঢাকা এসে অনুশীলন করবেন তিনি।
সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।
এরপর বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্মরণীয় এ সফরে তার সঙ্গী ছিলেন মা, স্ত্রী ও সন্তানরা।
হামজার আগমনকে ঘিরে তার বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে। বাড়ির প্রবেশপথসহ পথে পথে তোরণ নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো বাড়িতে। বাড়ির পাশে খালি জায়গায় ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ছোট্ট পরিসরে তিনি আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করবেন বলেও জানা যায়।
হামজা চৌধুরীর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন, অনেকেই সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু আমি বারণ করেছি। রমজান মাসে অনেক লম্বা সফর করেছে পুরো পরিবার। তারপর আমি নিজে বাড়িতে ইফতারের ছোট্ট আয়োজন করেছি। যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন। তাই সবার সম্মানে এই আয়োজন। রাতে বাড়িতে থাকার পর আগামীকাল সবাই মিলে ঢাকায় চলে যাবো।
No comments