আছিয়ার ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ
আছিয়ার ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ছাত্রীদের আবাসিক হলগুলো ঘুরে গোলচত্বরে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরিন জামান, পলাশ বখতিয়ার, হাফিজুল ইসলাম ও অনন্যা প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশব্যাপী ধর্ষণের মাত্রা দিনদিন বেড়েই চলছে। মাত্র ৮ বছরের শিশু আছিয়াকেও হায়েনারা ধর্ষণ করেছে। সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশেও রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে উন্নতি করতে হবে। আছিয়ার ধর্ষকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে এদেশের নারীরা, সচেতন নাগরিকরা বসে থাকবে না।
এ ছাড়া দেশের অরাজক পরিস্থিতি নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
No comments