Adsterra

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সদর উপজেলার শীলমান্দী কবরস্থানের পাশে মরদেহটি পাওয়া যায়।

সোমবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান।

শিশুটির নাম সাদ্দাম হোসেন (৪)। সে শীলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মার্চ দুপুরে নিজবাড়ির সামনে থেকে শিশু সাদ্দাম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনদিন পর রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি সাদ্দামের বলে শনাক্ত করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, মরদেহটি পচে গেছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সাধারণ ডায়েরির ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments

Powered by Blogger.