Adsterra

দহগ্রাম সীমান্তে ফের বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

দহগ্রাম সীমান্তে ফের বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় নির্মাণকাজ বন্ধ করে চলে গেছেন তারা।

সোমবার (১৭ মার্চ) উপজেলার দহগ্রাম সীমান্তের জিরোলাইনে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সোমবার সকালে দহগ্রামের সরদার পাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৪২ নম্বর পিলারের সাব পিলার ৪৮ এর কাছে জিরোলাইনে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ কাজ শুরু করে বিএসএফ।

ভারতের পশ্চিমঙ্গের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা এই বেড়া নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে কাঁটাতারের বেড়া নির্মাণ না করে বিএসএফ সদস্যরা চলে যান।

বিজিবি আরও জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক রয়েছে। সীমান্তে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে বিজিবিকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

দহগ্রাম সীমান্তের পানবাড়ী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ না করে ফিরে গেছেন। বিজিবি সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই সীমান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপন করেন বিএসএফ সদস্যরা। পরে ২৮ জানুয়ারি তারা সেই কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা বেঁধে দেন।

No comments

Powered by Blogger.