Adsterra

বেঙ্গালুরু ও কলকাতা ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে পর্দা উঠবে আইপিএলের

বেঙ্গালুরু ও কলকাতা ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে পর্দা উঠবে আইপিএলের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla new

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের। আইপিএলের উদ্বোধনী মৌসুমে ২০০৮ সালেও প্রথম ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পরিসংখ্যানে এগিয়ে থেকেই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। আগের ১৭ আসের গ্রুপ পর্বের ৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও বেঙ্গালুরু। যেখানে ২০টিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ১৪ জয় কোহলিদের।

তবে এবারের আসরে দুই দলই শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। তাই পরিসংখ্যানে প্রভাব পড়বে না এই ম্যাচে। বেঙ্গালুরুকে এবারের আসরে নেতৃত্ব রজত পাতিদার। আর কলকাতার নেতৃত্ব পেয়েছে অজিঙ্কা রাহানে।

এবারের আসরকে সামনে রেখে গত বছরের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করে। যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনেছে লক্ষ্ণৌ। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড।

১৩টি ভেন্যুতে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে আগামী ২০ মে থেকে শুরু হবে নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওই দিনই। পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে।

এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল ২৩ মে ইডেন গার্ডেনসে দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি হবে। একই ভেন্যুতে ২৫ মে হবে মেগা ফাইনাল।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড

রিটেইন: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনিল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), হর্ষিত রানা (৪ কোটি) ও রমনদীপ সিং (৪ কোটি)।

নিলাম: ভেঙ্কটেশ আইয়ার (২৩ কোটি ৭৫ লাখ), কুইন্টন ডি কক (৩ কোটি ৬০ লাখ), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), এনরিখ নরকিয়া (সাড়ে ৬ কোটি), আনক্রিশ রঘুবংশী (৩ কোটি), বৈভব অরোরা (১ কোটি ৮০ লাখ), মায়াঙ্ক মার্কন্ডে (৩০ লাখ), রোভম্যান পাওয়েল (দেড় কোটি), মনিশ পান্ডে (৭৫ লাখ), স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লাখ), লুভনিথ সিসোদিয়া (৩০ লাখ), অজিঙ্কা রাহানে (দেড় কোটি), অনুকুল রায় (৪০ লাখ), মঈন আলি (২ কোটি) ও চিতন সাকারিয়া (৭৫ লাখ)।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

রিটেইন: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি) ও যশ দয়াল (৫ কোটি)।

নিলাম: লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লাখ), ফিল সল্ট (সাড়ে ১১ কোটি), জিতেশ শর্মা (১১ কোটি), জশ হ্যাজেলউড (সাড়ে ১২ কোটি), রশিখ দার (৬ কোটি), সুয়াশ শর্মা (২ কোটি ৬০ লাখ), ক্রুনাল পান্ডিয়া (৫ কোটি ৭৫ লাখ), ভুবনেশ্বর কুমার (১০ কোটি ৭৫ কোটি), স্বপ্নিল সিং (৫০ লাখ), টিম ডেভিড (৩ কোটি), রোমারিও শেফার্ড (দেড় কোটি), নুয়ান থুশারা (১ কোটি ৬০ লাখ), মনোজ ভন্ডগ (৩০ লাখ), জ্যাকব বেথেল (২ কোটি ৬০ লাখ), দেবদত্ত পাডিক্কল (২ কোটি), স্বস্তিক চিকারা (৩০ লাখ), লুঙ্গি এনগিদি (১ কোটি), অভিনন্দন সিং (৩০ লাখ) ও মোহিত রাড়ে (৩০ লাখ)।

No comments

Powered by Blogger.