Adsterra

সবচেয়ে কাছের বন্ধুকে যে ৭টি প্রশ্ন অবশ্যই করবেন

সবচেয়ে কাছের বন্ধুকে যে ৭টি প্রশ্ন অবশ্যই করবেন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

সেরা বন্ধুর সঙ্গে কত আলাপই তো হয়। এই কিঞ্চিৎ অস্বস্তিকর অথচ স্বাস্থ্যকর ৭ প্রশ্নের উত্তর আপনার কাছের বন্ধুর কাছ থেকে জেনে নিন। এতে আপনার নিজেকে চিনতে, জানতে, শুধরে নিতে সুবিধা হবে। বন্ধুত্বও মজবুত হবে। মনে রাখবেন, ‘টাফ কনভারসেশন’ আন্তরিক ও সত্যিকারের সম্পর্ককে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে। জেনে নিন, আপনার সবচেয়ে কাছের বন্ধুকে যে সাতটি প্রশ্ন করবেন।


১ 

তোমার মতে, আমার সবচেয়ে খারাপ অভ্যাস কোনটা? যেটা আমাকে চিরতরে ত্যাগ করতেই হবে


২ 

আমার কোনো আচরণে কি তুমি কষ্ট পেয়েছ? সেটা কী?


তোমার জীবনে এমন কোনো পরিস্থিতি কি গেছে, যেখানে তুমি আমাকে প্রত্যাশা করেছিলে; কিন্তু আমি সেভাবে সাড়া দিতে পারিনি বা পাশে থাকতে পারিনি?


আমার কোন পরিবর্তন নিয়ে তুমি খুশি বা সন্তুষ্ট নও? কেন? 


আমাদের বন্ধুত্বের কোন দিকটি তোমার মনে হয় অন্যরকম হলে আরও ভালো হতো? সেই অন্যরকমটা কেমন?


এমন কি কোনো কথা আছে, যেটি তুমি আমাকে বলবে বলবে করেও বলছ না?


তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কী ছিল? সেটি তুমি কীভাবে কাটিয়ে উঠেছ? (নিজের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের বিষয়েও বন্ধুকে জানাতে ভুলবেন না।)


No comments

Powered by Blogger.