Adsterra

কেনাকাটায় দর-কষাকষির কিছু কৌশল

কেনাকাটায় দর-কষাকষির কিছু কৌশল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

যারা সস্তায় ভালো পণ্য কিনতে চায়, তাদের দর-কষাকষির গুণটি ভালোভাবে আয়ত্ত করা বাঞ্ছনীয়। যখন আপনি কম ও নির্দিষ্ট বাজেটের মধ্যে সব প্রয়োজন মেটাতে চান, তখন দর-কষাকষি করা অত্যাবশ্যকীয় হয়ে ওঠে।

দর-কষাকষি একটা শৈল্পিক ব্যাপার এবং চাইলেই এই শিল্প আয়ত্ত করা সম্ভব। শুধু কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই যথেষ্ট—

১. কেনার আগে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গড় মূল্য সম্পর্কে ধারণা নিন। অনলাইনে বা অন্যান্য বাজারে দাম তুলনা করুন, যাতে বিক্রেতা বেশি দাম চাইলে বুঝতে পারেন।

২. দোকানদার যদি কোনো পণ্যের দাম ৫ হাজার চায়, আপনি তার হাকা দামের সাথে রেশ রেখে দাম বলতে যাবেন না। যদি মনে করেন, পাঁচ হাজার টাকার জিনিস আড়াই হাজারও তো বলতে হয়, তাহলে আপনি ঠকে যেতে পারেন। এ ক্ষেত্রে প্রোডাক্টের দাম সম্পর্কে ধারণা না থাকলে, দোকানির কাছে একদাম জেনে বেরিয়ে পড়ুন। এরপর অন্য দোকানে দর যাচাই করুন।

৩.  দর-কষাকষির সময় আত্মবিশ্বাসী থাকুন। দ্বিধাগ্রস্ত দেখালে বিক্রেতা বুঝতে পারবে যে আপনি দর কমানোর ক্ষেত্রে দুর্বল।

৪. কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হলে দোকানিকে বুঝতে দেওয়া যাবে না। স্বাভাবিক আচরণ করুন যেন পণ্যটি না পেলেও আপনার কিছু আসে-যায় না। দোকানি যদি বুঝে ফেলে পণ্যটি আপনার খুব বেশি পছন্দ হয়েছে, এটি আপনার চাই-ই চাই; তাহলে দোকানি পণ্যটি আপনার কাছে অতিরিক্ত লাভে বিক্রি করবে, নাহয় আপনার কাছে বিক্রি করবে না।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

৫. দোকানে গিয়ে বলুন, ‘অন্য দোকানে কমে পাচ্ছি’ বা ‘আমি আরও কয়েক জায়গায় দেখছি’—এতে বিক্রেতা  সরাসরি প্রকৃত মূল্যের কাছাকাছি চলে আসতে পারে।

৬. কঠোর থাকুন, কিন্তু ভদ্রতা বজায় রাখুন। দর-কষাকষিতে জেদ ধরুন, তবে অসভ্য হবেন না। ভালো ব্যবহার করলে বিক্রেতা আপনাকে গুরুত্ব দেবে।

৭. দর-কষাকষির পরও যদি দাম না কমায়, তাহলে ‘থাক, লাগবে না’ বলে চলে যাওয়ার ভান করুন। অনেক সময় বিক্রেতা আপনাকে ধরে রাখবে ও কম দামে রাজি হবে।

No comments

Powered by Blogger.