Adsterra

ডিমের খোসা ফেলে দিচ্ছেন? জানুন এর অজানা ব্যবহার

ডিমের খোসা ফেলে দিচ্ছেন? জানুন এর অজানা ব্যবহার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

আমরা অনেকেই ডিম ভাঙার পর খোসা ফেলে দিই। কিন্তু আপনি জানেন কি, এই খোসা ফেলে দেওয়া ঠিক নয়? ডিমের খোসা এমন একটি উপাদান যা আপনি একাধিক কাজে ব্যবহার করতে পারেন। সাধারণত গাছের সার তৈরির জন্য এটি ব্যবহার হলেও এর আরও অনেক আশ্চর্যজনক ব্যবহার রয়েছে, যা জানলে চমকে উঠবেন আপনি—


বাসনের পোড়া দাগ সহজে তুলুন

বাসনে পুড়ে যাওয়া দাগ দূর করা অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে কড়াইয়ের দাগ। তবে ডিমের খোসা এই কাজটি সহজে করতে পারে। একে পিষে বা মিহি করে গুঁড়ো করে দাগের ওপর ঘষে দিলে দ্রুত সাফ হয়ে যাবে।  


পোকামাকড় থেকে বাঁচান

ঘরে পোকামাকড়, আরশোলা বা টিকটিকি নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। ডিমের খোসা ভেঙে গুঁড়ো করে ঘরের কোণে বা দরজার কাছে রেখে দেন। এতে পোকামাকড় আপনার ঘর থেকে দূরে থাকবে। খোসা ব্যবহার করে আপনি সহজেই এদের থেকে মুক্তি পেতে পারেন।  

dr abida sultana;

ব্যথার জায়গায় লাগান ডিমের খোসা

অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি শরীরের যেকোনো ব্যথার জায়গায় লাগিয়ে দিলে দ্রুত আরাম পাবেন। এই প্রাকৃতিক উপায়টি খুবই উপকারী।


ডিমের খোসা যে শুধু সারে কাজ দেয় তা নয়, এটি আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগাতে পারে। তাই পরের বার যখন ডিম ভাঙবেন, খোসাটি ফেলে না দিয়ে এগুলো ব্যবহার করে দেখুন।

No comments

Powered by Blogger.