Adsterra

ইসরাইলের হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ নিহত

ইসরাইলের হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারো বিস্তৃত হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিসসহ আরো বেশ কয়েকজন হামাস শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরাইলের বোমা হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিসসহ আরো বেশ কয়েকজন হামাস শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

এর আগে, হামাস প্রধানমন্ত্রীর সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দা’আলিসের মৃত্যুর খবর জানায়। এছাড়াও হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজায় হামাসের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

আইডিএফ এক বিবৃতিতে জানায়, তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে বিস্তৃত বোমা হামলা চালায় এবং হামাসের ওই চার সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে হত্যা করে।

আইডিএফ বলেছে, এই হামলার লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরাইল রাষ্ট্র ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা।

২০২৪ সালের জুলাইয়ে ইসরাইলের হাতে নিহত হওয়ার পর রৌহি মুশতাহার স্থলাভিষিক্ত হন হামাসের প্রধানমন্ত্রী দা’আলিস।

সেনাবাহিনী বলেছে, দা’আলিস ‘গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা’ নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারো বিস্তৃত হামলা চালিয়েছে ইসরাইল। পবিত্র রমজান মাস হওয়ায় অনেকেই সে সময় সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। এতে কমপক্ষে ৪০৪ জন নিহত এবং ৫৬২ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

No comments

Powered by Blogger.