Adsterra

‘বরবাদ’ নিয়ে নির্মাতার ছলচাতুরি, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সিনেমাটোগ্রাফার

‘বরবাদ’ নিয়ে নির্মাতার ছলচাতুরি, চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সিনেমাটোগ্রাফার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News,

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদে’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগে থেকেই নানা অনিয়মের কথা উঠে। তবে নানা ভাবে সেগুলো সুরাহা হয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

পরিচালক হিসাবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী হাসান হৃদয়।

এদিকে, এতো আলোচনার মাঝেই হুট করেই প্রকাশ্যে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। সিনেমাটির ক্রেডিট নিয়ে ফুটে উঠেছে অভিমান-ক্ষোভের গল্প। আর সেটা শুরু করেছেন ভারতীয় সিনেমাটোগ্রাফ শৈলেশ আওয়াস্থি; যিনি কলকাতার আলোচিত দেবের ‘খাদান’ সিনেমার সিনেমাটোগ্রাফার।

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এক ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শৈলেশ আওয়াস্থি দাবি করেছেন, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই। শুধু তাই নয়, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তারই প্রধান ভূমিকা থাকলেও, চূড়ান্ত ক্রেডিট থেকে তাকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে রাজু রাজকে।

কমেন্ট বক্সে শৈলেশ আওয়াস্থি হৃদয়কে উদ্দ্যেশ্য করে লিখেছেন, মেহেদী স্যার, নিজেকে পরিচালক বলার আগে ভালো সিনেমা বানানো শিখুন। নকল-পেস্ট আইডিয়া নয়, কিছু অরিজিনাল করুন! বরবাদকে শক্তিশালী করতে আমি আপনাকে সাপোর্ট করেছি, ডিওপি হিসেবে সর্বোচ্চ দেওয়ার পাশাপাশি পরিচালনাতেও ইনপুট দিয়েছি। আর আপনি সেটার বিনিময়ে আমার ক্রেডিট রাজু রাজকে দিলেন? এই লোক কে? যার সিনেমাটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নেই, আর অন্যের কাজ নিজের নামে চালিয়ে নিতে যার লজ্জাও হয় না।

পরের অংশে শৈলেশ আওয়াস্থি লিখেছেন, সত্যি বলুন, এই সিনেমা আসলে কে পরিচালনা করেছে? আমি ভিজ্যুয়ালি ও ক্রিয়েটিভলি এই প্রজেক্টটি টেনেছি, আর বাকিরা শুধু উপস্থিত ছিল। যারা আসলে আপনার সিনেমা বানিয়েছে, তাদের প্রতি এই অবমাননা করবেন না। এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। আমি এ বিষয়ে চুপ করে থাকব না!

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

এদিকে, এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি পরিচালক মেহেদী হাসান হৃদয়।

বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল।

No comments

Powered by Blogger.