Adsterra

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস, কী আছে ছবিতে ?

 

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস, কী আছে ছবিতে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এসময় ড. ইউনূস মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন।

ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক হলো।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের সময়কার। সেই মুহূর্তের বাঁধাই করা ছবিটি আজ নরেন্দ্র মোদিকে উপহার দেন প্রধান উপদেষ্টা।

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস, কী আছে ছবিতে? 

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০২তম সংস্করণ ২০১৫ সালে ৩ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। মুম্বাই বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটির উদ্বোধন করেছিলেন। এই কংগ্রেসে প্রাচীন ভারতীয় বেদের ওপর অধ্যয়ন এবং গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছিল।

No comments

Powered by Blogger.