Adsterra

চেন্নাইকে হ্যাটট্রিক হারের লজ্জায় ডুবিয়ে সিংহাসন দখল করল দিল্লি

চেন্নাইকে হ্যাটট্রিক হারের লজ্জায় ডুবিয়ে সিংহাসন দখল করল দিল্লি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,

মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে চলমান আইপিএলে দুর্দান্ত শুরু পেয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে পরের দুই ম্যাচেই হারতে হয়েছে ধোনি-জাদেজাদের। জয়ে ফেরার লক্ষ্যে তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে তারা। দিল্লির কাছে ২৫ রানে হেরে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে চেন্নাই।

শনিবার (৫ এপ্রিল) আগে ব্যাট করে চেন্নাইকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে চেন্নাই। এতে ২৫ রানের জয় পেয়েছে দিল্লি। সেই সঙ্গে হ্যাটট্রিক জয়ে টেবিলের সিংহাসন দখল করেছে রাজধানীর দলটি।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাচিন রবিন্দ্রা। ৬ বলে ৩ রান করে ফেরেন এই কিউই ব্যাটার। ইনিংস বড় করতে পারেননি ঋতুরাজ গায়কোয়াড়ও। ৪ বলে ৫ রান করেন তিনি।

১৪ বলে ১৩ রান তাকে সঙ্গ দেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। এতে ৪১ রানে তিন উইকেট হারায় চেন্নাই। এরপর শিভম ডুবেকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন বিজয় শংকর। কিন্তু ১৫ বলে ১৮ রান করে ফেরেন ডুবে।

৩ বলে মাত্র ২ রান করে লেগ বিফোরে কাঁটা পড়েন জাদেজা। এরপর বিজয়কে সঙ্গ দিতে থাকে ধোনি। ৪৪ বলে বিজয় ফিফটি তুললেও চাপ কমেনি চেন্নাইয়ের। ১৮ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৬৭ রান।

পিচে ধোনি থাকলেও চাপ কমেনি চেন্নাইয়ের। এতে ৬ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪১ রান। শেষ পর্যন্ত ধোনির ২৫ বলে ৩০ রান এবং বিজয় শংকরের ৫৪ বলের ৬৯ রানের ইনিংসে ভর করে নির্ধারতি ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে চেন্নাই। এতে ২৫ রানের জয় পেয়েছে দিল্লি।

দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ভিপরাজ নিগাম। এ ছাড়াও মিচেল স্টার্ক, মুকেশ কুমার এবং কুলদ্বীপ যাদব।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার। তবে অভিষেক পোরেলকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার লোকেশ রাহুল।

২২ বলে ৩৩ রান করে পোরেল আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন রাহুল। ১৪ বলে ২১ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ইনিংস বড় করতে পারেননি সামির রিজভি। ১৫ বলে ২০ রান করেন এই ব্যাটার।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন রাহুল। তাকে সঙ্গ দিয়ে দ্রুত রান তুলতে থাকেন ক্রিস্টান স্টাবস। ২০তম ওভারের দ্বিতীয় বলে বাউন্স বল পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন রাহুল। ৫১ বলে ৭৭ রান করেন তিনি।

পরের বলেই রান আউট হন আশুতেশ শর্মা। শেষ পর্যন্ত স্টাবসের ১২ বলের অপরাজিত ২৪ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল দিল্লি ক্যাপিটালস।

No comments

Powered by Blogger.