বান্দরবান কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ
মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে এবং পরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জুনুনির বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযান চলাকালে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক কর্মকর্তা নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আতাউল্লাহ আম্মার জুনুনি। এ সময় তার সাথে আরও ৫ জন আসামিকে কারাগারে পাঠানো হয়।
বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত থেকে জুনুনিকে কারাগারে নেওয়া হয়েছে।
এদিকে, আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আতাউল্লাহ আবু আম্মার জুনুনি বলেন, ‘রোহিঙ্গারা আরকানের জমি পাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস যা করছেন, সেজন্য বাংলাদেশের সবাইকে শুকরিয়া আদায় করতে হবে।’
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি ও ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
No comments