Adsterra

বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে

বিমসটেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংরিলা হোটলে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে বিমসটেক সদস্যরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়। যা বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধিতে সহায়তা করবে। যেখানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন। বুধবার (২ এপ্রিল) বিমসটেক সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায়, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, জলবায়ু, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যাবস্থা নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ব্যাংককের স্থানীয় সময় বিকেল ৩ টায় আজ বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। এছাড়াও আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে, যা ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা।

No comments

Powered by Blogger.