‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হলো নতুন শব্দ
মানুষের কিছু কিছু অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। বিভিন্ন সময় মানুষের মুখে এমন কথা শুনতে পাওয়া যায় যে, তারা তাদের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না। প্রকৃতপক্ষে এর অর্থ কী? কেন তারা সঠিকভাবে তাদের অনুভূতি ব্যক্ত করতে ব্যর্থ হন? আবার কখনও কি এমন হয়েছে, যখন কিছু অতিরিক্ত মিষ্টি বা আদুরে দেখেছেন—যেমন আপনার ছোট্ট ভাতিজা বা ইনস্টাগ্রামে দেখা কোনো বিড়ালের ভিডিও—আর আপনার মুখ থেকে একেবারেই কথা বের হয়নি? এখন এর জন্য একটি শব্দ আছে: gigil।
Gigil (উচ্চারণ: গি-গিল) এমন এক অনুভূতি, যা এতটাই প্রবল যে, এটি আমাদের হাত মুঠো করে শক্তভাবে চেপে ধরতে, দাঁত কিঁচিয়ে ফেলতে, বা যাকে দেখতে পাচ্ছি তাকে আলতো করে চিমটি কাটতে কিংবা টিপে ধরতে বাধ্য করে। এটি ফিলিপাইনের টাগালগ ভাষার একটি শব্দ এবং ইংরেজিতে সরাসরি কোনো অনুবাদ নেই। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (OED) সম্প্রতি এই শব্দটিকে তাদের নতুন সংযোজনের তালিকায় যুক্ত করেছে।
No comments