Adsterra

যে কারণে মাছের জবান কেড়ে নিয়েছেন আল্লাহ্‌ !

 

যে কারণে মাছের জবান কেড়ে নিয়েছেন আল্লাহ্‌,, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

মাছ আমাদের অতি পরিচিত একটি প্রাণী। কিন্তু ভেবে দেখেছেন কি, পৃথিবীর সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন নেই? কেন তাদের মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হয়েছে? এর পেছনে রয়েছে এক চমকপ্রদ ঘটনা।

একবার হযরত আলী (রাদিয়াল্লাহু তা'আলা আনহু)-এর কাছে এক ব্যক্তি এসে জানতে চাইলেন, "হে আলী, পৃথিবীর অন্যান্য প্রাণীর জবান থাকলেও মাছের কেন নেই? এবং তারা কেন শুধুমাত্র পানিতে বসবাস করে?"

উত্তরে হযরত আলী (রাদিয়াল্লাহু তা'আলা আনহু) জানান, "মাছেরও একসময় জবান ছিল এবং তারা কথা বলতে পারত। কিন্তু নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাদের জবান কেড়ে নিয়েছেন।"


ওই ব্যক্তি আবার জানতে চাইলেন, "মাছেরা নিজেদের উপর কীভাবে জুলুম করেছিল?"


তখন হযরত আলী (রাদিয়াল্লাহু তা'আলা আনহু) পুরো ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, "যখন ইবলিশ আদম (আলাইহিস সালাম)-কে সিজদা করতে অস্বীকার করে, তখন আল্লাহ তাকে বিতাড়িত করেন এবং দুনিয়ায় পাঠিয়ে দেন। দুনিয়ায় এসে ইবলিশ বিভিন্ন প্রাণীদের কুমন্ত্রণা দিতে থাকে। প্রথমেই সে মাছদের প্ররোচিত করে। ইবলিশ মাছদের বলে, ‘মানুষ পৃথিবীতে এসে জুলুম-অত্যাচার করবে, তোমাদের জীবিত অবস্থায় কেটে টুকরো টুকরো করে খাবে।’"


সে সময় মাছেরা জল ও স্থলে চলাফেরা করতে পারত এবং কথা বলতে পারত। ইবলিশের প্ররোচনায় তারা সমুদ্রের অন্যান্য প্রাণীদের মধ্যে মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাতে থাকে এবং সবাইকে একত্রিত করতে শুরু করে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

এই বিদ্রোহমূলক আচরণ দেখে মহান আল্লাহ মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং তাদের স্থলে চলাচলও নিষিদ্ধ করে দেন। এরপর থেকে মাছ শুধু পানিতেই বসবাস করে এবং আর কথা বলতে পারে না।


এছাড়া, মহান আল্লাহ মাছের জন্য একটি বিশেষ বিধান জারি করেন—মাছকে জবাই করার প্রয়োজন নেই। অন্যান্য হালাল প্রাণীকে আল্লাহর নামে জবাই করতে হয়, কিন্তু মাছ জীবিত কিংবা মৃত যেকোনো অবস্থাতেই খাওয়া যায়।


এই কারণেই মাছের জবান নেই এবং তারা পানিতেই আবদ্ধ থেকে জীবনযাপন করে।

No comments

Powered by Blogger.