Adsterra

মাদক কিনতে গিয়ে গণধোলাই খেলেন পুলিশ কনস্টেবল

মাদক কিনতে গিয়ে গণধোলাই খেলেন পুলিশ কনস্টেবল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে কালিহাতীর সার্কেল এএসপির দেহরক্ষি পুলিশ কনস্টেবল নাদের খানকে গণধোলাই দিয়েছে জনতা। 

শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখী গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ ৪ জনকে আসামি করে থানায় মামলার পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে ওই গ্রামের মাদককারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০টি ইয়াবা ক্রয় করে ৩ যুবক ঘটনাস্থল ত্যাগ করছিল। গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র শুভ মন্ডল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ি গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মাদক মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


No comments

Powered by Blogger.