Adsterra

মৃত শিশুরা জান্নাতে কোন নবীর অধীনে থাকে, কীভাবে থাকে ?

মৃত শিশুরা জান্নাতে কোন নবীর অধীনে থাকে, কীভাবে থাকে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো গুনাহ লেখা হয়না। তাই শিশুরা থাকে নিষ্পাপ। তারা যদি মারা যায়, তাদের কোনো গুনাহ বা‌ পাপ থাকে না। তাদের ঠিকানা হয় জান্নাত। একজন নবী ও তার স্ত্রী এসব শিশুদের লালন পালন করেন।

আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত আল্লাহর রাসূল (সা:) বলছেন, 'মুমিনদের শিশু সন্তানরা একটি পাহাড়ে থাকবে, যেখানে ইব্রাহীম (আ:) ও তাঁর স্ত্রী সারাহ (আ:) তাদের লালন পালন করবেন, কিয়ামতের দিন তারা তাদের বাবা মা'র কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত।

সামুরাই ইবনে জুনদু (রা:) থেকে বর্ণিত মহানবী (সা:) একদিন সকালে রাতে তাঁর দেখা স্বপ্নের কথা সাহাবিদের শোনাচ্ছিলেন। তাঁর স্বপ্নে দুজন ফেরেশতা জান্নাত ও জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন। ঐ স্বপ্নে এক পর্যায়ে ফেরেশতারা তাঁকে নিয়ে গিয়েছিলেন জান্নাতের এক সবুজ বাগানে।

নবীজি বলেন, এই শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে হরেক রকম ফুলের কলি রয়েছে। বাগানের মাঝে আসমানের চেয়েও অধিক উঁচু ও দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যার মাথা যেন দেখতেই পাচ্ছি না। তার চারপাশে এতো বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এতো শিশু একসাথে আমি আর কখনো দেখিনি। আমি ফেরেশতাদেরকে বললাম উনি কে এর এই শিশুগুলো কারা। তারা বললেন, তিনি হলেন ইব্রাহীম (আ:) আর এসব বালক বালিকারা হলো সেইসব শিশু যারা ফিতরত বা স্বভাবধর্মের উপর মৃত্যুবরণ করেছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

কয়েকজন সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও? তিনি বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও।

এই হাদিস থেকে বোঝা যায়, মুমিন বা কাফের যে শিশুই হোক, শিশু অবস্থায় মারা গেলে তারা জান্নাতে যান এবং ইব্রাহীম (আ:) এর তত্ত্বাবধানে জান্নাতে থাকে।

No comments

Powered by Blogger.