Adsterra

ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন নায়িকা

ঘনিষ্ঠ দৃশ্যের আগে প্রেমিকের সঙ্গে কথা বলে নেন নায়িকা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ছবিতে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা কম নয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন নায়িকা।

কিন্তু টালিউডে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে নারীসুরক্ষার বিষয়টি উঠেছে বারবার। তাই বাইরে থেকে আনা হয়েছিল বিশেষ কো-অর্ডিনেটর। ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা এ নিয়ে সেশন করেছিলেন।

সাক্ষাৎকারে কৌশানীর এই সাফল্যের মাঝে প্রসঙ্গে ওঠে প্রেমিক অভিনেতা বনিকে নিয়ে। কৌশানী জানান, শুধু বনিই নন, পরিবারের সবাই কৌশানীর পাশে রয়েছে। 

এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কি না কৌশানী। উত্তরে নায়িকা বলেন, ‘অবশ্যই। সব স্বাস্থ‌্যকর সম্পর্কেই এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়, কাজের ক্ষেত্রে। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল, এরকম কোনো দৃশ‌্য আমরা করব না।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

নায়িকা আরও বলেন, ‘আমরা দুইজনে সম্পর্কে থাকার পর এটাই প্রথম ‘আইস-ব্রেক’ মোমেন্ট। আগে বনির ‘বরবাদ’-এ একটা লিপ কিস ছিল। কিন্তু তখন আমি ওর জীবনে ছিলাম না। তবে এটা প্রথম তেমন দৃশ‌্য যখন আমি ওর জীবনে রয়েছি। ফলে একটু সময় লেগেছিল। তবে চরিত্রের জন‌্য এটা অ‌্যাকসেপটেবল’- স্পষ্ট উত্তর অভিনেত্রীর।

No comments

Powered by Blogger.